পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি মোটা হওয়া যায়। রোগ সেরে যায়। ভীড় হাওড়ার বাগনানের মোটা পুকুরে।
হাওড়াঃ- মানুষের অন্ধবিশ্বাস। পুকুরে ডুব দিলে নাকি মোটা হওয়া যায়। সেই অন্ধবিশ্বাসে ভর করে এখন দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে।
বাগনানের বাঁটুল গ্রামের মোটা পুকুরে প্রায় প্রতিদিনই ছুটে আসছেন গ্রামবাসীরা। এমনকি মানুষের অন্ধবিশ্বাস এই পুকুরের জলে ডুব দিয়ে নানা রোগ থেকেও নাকি মুক্তি মিলছে। শুধু পুরুষরাই নয় মহিলারাও দলে দলে আসছেন এই পুকুরে।
বাগনানের বাঁটুল গ্রামে চন্ডী মন্দিরের পাশেই আছে এই পুকুর। মানুষের বিশ্বাস এই মোটা পুকুরে ভক্তি ভরে স্নান করলে রোগা মানুষ মোটা হয়। মানুষ এখানে সেই বিশ্বাসে কুমড়ো দিয়ে মা চন্ডীর কাছে পুজো দেন। তবে কুমড়োই নয়, চাল কুমড়ো বা নুনের বস্তা দিয়েও মানুষ এখানে পুজো দেন বলে এলাকা সূত্রের খবর। শুধু মোটা হওয়াই নয় মানুষের বিশ্বাস ভক্তিভরে এই পুকুরে স্নান করলে নাকি মহিলাদের নানা রোগ সেরে যায়। সবমিলিয়ে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মোটা পুকুর।