আসন্ন বর্ষায় উত্তর হাওড়াবাসী অনেকটাই উপকৃত হতে চলেছেন। তৈরি হবে অত্যাধুনিক পাম্পিং স্টেশন।
হাওড়াঃ- আসন্ন বর্ষায় উত্তর হাওড়া অঞ্চলের মানুষ অনেকটাই উপকৃত হতে চলেছেন। সেখানে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে সীতানাথ বোস লেনে তৈরি হতে চলেছে অত্যাধুনিক একটি পাম্পিং স্টেশন। মঙ্গলবার এর জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। বুধবার থেকেই শুরু হবে কাজ। প্রধানত প্রতি বর্ষায় বেনারস রোড, সীতানাথ বোস লেন, বিবি বাগান স্ট্রিট সহ বিভিন্ন এলাকার রাস্তা বর্ষায় বানভাসি আকার নেয়। সেই জমা জল বের করতে বেগ পেতে হয় পুর কর্তৃপক্ষকে। সেই সমস্যা দূর করতে তৈরি হচ্ছে এই পাম্পিং স্টেশন। পুরসভার আশা আসন্ন বর্ষায় উত্তর হাওড়ার মানুষ এতে অনেকটাই উপকৃত হবেন। এখানে পাম্পিং স্টেশনেই তৈরি হবে রিজার্ভার। জল এনে সেখানে জমার পর তা বের করে দেওয়া হবে গঙ্গার দিকে। হাওড়ার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বলেন, বুধবার থেকেই কাজ শুরু করা হবে। চলতি বর্ষায় সীতানাথ বোস লেন, বেনারস রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বৃষ্টির জমা জলের হাত থেকে রক্ষা পাবে।