এবার ঘুমন্ত তরুণীর উপর অ্যাসিড হামলা।
হাওড়াঃ- হাওড়ায় বেলুড়ের ভোটবাগানে অ্যাসিড হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা। জানা গেছে, বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ বছর পঁচিশের এক তরুণীর উপর অ্যাসিড হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, পুরনো বাড়ির ঘুলঘুলি দিয়ে বাইরে থেকে বিছানার উপর ছোঁড়া হয় অ্যাসিড।
ঘটনার পর জখম অবস্থায় ওই তরুণীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বেলুড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনায়। কয়েক মাস পরেই ওই তরুণীর বিয়ের ঠিক হয়েছিল। কে বা কারা এই হামলা করল সেই নিয়ে শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করেছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি।