বিজেপির থানার সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি হাওড়ার ডোমজুড়ে।
হাওড়াঃ- আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য সহ অন্যান্য রাজ্য নেতৃত্বকে গ্রেফতারের করার প্রতিবাদে শুক্রবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। এদিন হাওড়ার ডোমজুড়েও বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি যতক্ষণ না আরজি কর-কাণ্ডে নিহত ডাক্তারি পড়ুয়া ছাত্রীর পরিবার সুবিচার পাচ্ছেন, ততদিন এইভাবেই আন্দোলন চলবে। এদিন বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ডোমজুড় থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।