জামুরিয়া থেকে আসানসোল রাস্তা মেরামতের দাবীতে জমা জলে মাছ ধরে বিক্ষোভ বিজেপির।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- জামুরিয়া থেকে আসানসোল যাওয়ার মূল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী ও সমর্থকেরা। এদিন রাস্তার জমা জলে প্রতীকী মাছও ধরেন তারা। এদিন এই বিক্ষোভ উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল। তিনি জানান দীর্ঘদিন থেকে জামুরিয়ার এই রাস্তার বেহাল অবস্থা রয়েছে এবং রাজ্য সরকারের এই রাস্তার উপর কোন নজর নেই। তাই তারা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং রাস্তায় জমা জলে মাছ ধরেন।
বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান, “মাছ ধরার সময় দুটি মাছ পাওয়া গেছে এই জলে, একটা মাছের নাম হচ্ছে আসানসোলের সাংসদ শত্রুগণ সিনহা ও আরেকটি মাছের নাম জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং।” এদিন বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, “দশ দিন সময় দেওয়া হল, এই রাস্তা মেরামতের জন্য; না হলে দশ দিন পর আবার তারা আন্দোলন করবেন।”