পঞ্চায়েতে বোর্ড গঠনের আগের দিন কাগজ পোড়ানো কেন্দ্র করে তথ্যে লোপাটের অভিযোগ তুললো বিজেপি। নীরব দর্শক শাসক।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: রাত পোহালেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অনুষ্ঠিত হবে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন! আর তার আগের দিন ঠিক বিকেল বেলায় পঞ্চায়েতের বেশ কিছু কাগজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুললো বিজেপি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়দেব দোলই চোর এই অভিযোগ তুলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শীতল কপাটের অভিযোগ পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতেই বেশ কিছু নথি পুড়িয়ে দিতে চাইছে শাসক দল। রাত পোহালেই নতুন পঞ্চায়েত গঠন তার আগে কি লুকোতে চাইছে তৃণমূল কংগ্রেস! যে নির্জন জায়গায় অফিসের দরকারিক কাগজপত্র পুড়িয়ে ফেলা হচ্ছে, ইতিমধ্যেই ঘাটালের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্জা। তবে শাসক দলের এ নিয়ে কোনো হেলদোল নেই। প্রতিক্রিয়া দিতে চাননি এ বিষয়ে কেউই।