তৃণমূলের বিরুদ্ধেই ফের অভিযোগ তুললেন সিদ্দিকী

হাওড়াঃ- ভাঙরে অনৈতিকভাবে বোর্ড গঠন করা হয়েছে। আমরা অংশগ্রহণ করিনি। আমাদের জয়ী প্রার্থীকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়নি। বিডিও আমন্ত্রণ জানিয়েছেন শাসক দলের পরাজিত প্রার্থীকে। হাওড়ার উনসানি মাঝেরপাড়ায় বুধবার বিকেলে এক জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি রাজ্যের তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, ভাঙরে আজকেও সংঘর্ষ হয়েছে, সেখানে একাধিক কর্মী জখম হয়েছেন। সেখানে তৃণমূলের গন্ডগোল সামাল দিতে ১৪৪ জারি করে রাখা হয়েছে। যে সমস্ত ঘটনা ঘটছে তার জন্য তিনি সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি আরও বলেন, বুথ দখল করে ফিরে আসার সময় কিছু লোক বোমাবাজি করে। আমার অফিস লক্ষ্য করে বোমাবাজি করেছে। তৃণমূল আমাদের নামে দোষ দেবে। আমরা বোমাবাজি করিনি।  এটা আমরা বয়কট করেছি। আমাদের কর্মীদের লক্ষ্য করে ওরা বোমাবাজি করেছে। বিডিও সাহেবের মাধ্যমে অনৈতিক কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি গণতান্ত্রিক রাজ্য থেকে পুলিশের রাজ্য করতে চায় তাহলে মানব না। আমি বিধানসভায় বিধানসভার বাইরে এমনকি কোর্টে যাব। শুধু পুলিশ দিয়ে নয়, কলকাতার মানুষ যেমন পরিষেবা পায়, ভাঙরকেও সেই পরিষেবা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *