২০২৪এ দিল্লিতে পরিবর্তন আসছে। I.N.D.I.A ইন্ডিয়ার পরিবর্তন করবে। হাওড়ার ওলাবিবিতলায় বললেন ফিরহাদ।

হাওড়াঃ- ২০২৪এ দিল্লিতে পরিবর্তন আসছে। I.N.D.I.A ইন্ডিয়ার পরিবর্তন করবে। হাওড়ার ওলাবিবিতলায় বললেন ফিরহাদ। বুধবার সন্ধ্যায় হাওড়ার ওলাবিবিতলায় নবনির্মিত ভূগর্ভস্থ জলাধার ও পাম্পিং স্টেশনের শুভ সূচনা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে এই ভূগর্ভস্থ জলাধার ও পাম্পিং স্টেশনটি তৈরি করা হয়েছে। ২০১৫ সাল থেকে এটি তৈরির কাজ শুরু হয়েছিল। পুরোপুরি হাওড়া পুরনিগমের নিজস্ব কারিগরি সহায়তায় এটি তৈরি করা হয়েছে। ৩.৬ মিলিয়ন গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভূগর্ভস্থ জলাধারে রিজার্ভার ছাড়াও তিনটি বড় পাম্প তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। ফিরহাদ হাকিম এদিন বলেন, এই প্রকল্প তৈরি হওয়ায় মধ্য হাওড়া সহ বিস্তীর্ণ এলাকার জলের সমস্যা মিটে যাবে। ২০২৪এ দিল্লিতে পরিবর্তন আসছে। I.N.D.I.A ইন্ডিয়ার পরিবর্তন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *