গাছে ঝুলন্ত সিভিক ভল্যান্টিয়ারের মৃতদেহ। প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হুমকির জেরেই ভয়ে আত্মহত্যা! অভিযোগ পরিবারের।
কৃষ্ণনগরঃ- গাছে ঝুলন্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ। প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হুমকির জেরেই ভয়ে আত্মহত্যা! এমনই দাবি পরিবারের। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উসিতপুর এলাকায়। ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম মাধব সরদার। বয়স আনুমানিক ৩৮ বছর।
জানা যায় মাধব সর্দার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার এলাকারই ট্রাফিকের দায়িত্ব সামলাতে তিনি। আজ ভোররাতে হঠাৎ এলাকার বাসিন্দারা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ। খবর পেয়েই ছুটে আসে তার পরিবারের লোকজন। ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর ঐ সিভিক ভল্যান্টিয়ারের স্ত্রী দাবি করেন, ওই এলাকারই প্রাক্তন পঞ্চায়েত প্রধান তার স্বামীকে হুমকি দিচ্ছিলেন। সে কথা তার স্বামী তাকে জানিয়েছিলেন। যার কারণে বেশ কিছুদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। তবে কি কারণে হুমকি দেখানো হয় সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি স্বামী।
তার স্ত্রীর দাবি সেই ভয়ের কারণেই তার স্বামী আত্মহত্যা করেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারে তরফে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।