চন্দ্রযান নেমে এলো চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি।
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- চন্দ্রপৃষ্ঠের অনেকটা কাছে নেমে এলো চন্দ্রযান – ৩। বর্তমানে চন্দ্রযান 25 Km x 134 Km কক্ষপথে চাঁদকে পরিক্রমা করছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO এক ট্যুইট বার্তায় এখবর জানিয়েছে। তারা জানিয়েছে দ্বিতীয় এবং চুড়ান্ত ডি-বুস্টিং অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। আর এর ফলে LM অর্থাৎ Lander Module বিক্রম এর কক্ষপথ 25 Km x 134 Km এ কমিয়ে আনা সম্ভব হয়েছে।
Lander Module বিক্রম এর পর তার নির্দিষ্ট অভ্যন্তরীন পরীক্ষা নিরীক্ষার কাজ চালিয়ে যাবে এবং নির্ধারিত ল্যান্ডিং সাইটে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে। আশা করা হচ্ছে আগামী 23শে আগস্ট ভারতীয় সময় বিকেল 5:45 মিনিটে ল্যন্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করবে।