Luna 25 Crash: চন্দ্র পৃষ্ঠে অবতরণের আগেই ভেঙে পড়লো রাশিয়ার চন্দ্রযান Luna 25
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- দীর্ঘ ৫০ বছর পর রাশিয়া চন্দ্রাভিযানে নেমেছিল। বেশ সাফল্যের সঙ্গেই এগোচ্ছিল সবকিছু। তবে শেষপর্যন্ত সফল হলনা অভিযান। চন্দ্রপৃষ্ঠে অবতরণের বেশ কিছুটা পূর্বে ভেঙে পড়লো রাশিয়ার চন্দ্রযান Luna 25. রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সূত্রে এই অভিযাণের ব্যর্থতার কথা ঘোষণা করা হয়েছে। তবে কেন ভেঙে পড়লো এই Luna 25? কি ঘটেছিল তার সাথে? এসব প্রশ্ন উঠেছে, আর আপামর বিশ্ব এরপর তাকিয়ে রয়েছে ভারতের চন্দ্রযান – ৩ এর অবতরণের অপেক্ষায়।