চন্দ্রযান-৩ মিশন: UPDATE
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ– চন্দ্র পৃষ্টের আরো অনেকটা কাছে চলে এলো চন্দ্রযান -৩; আজ একটি লুনার মেনুভারের মাধ্যমে চন্দ্রযান – ৩ কে চাঁদের আরো নিকটবর্তী কক্ষপথের দিকে এগিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই মুহূর্তে চন্দ্রযান – ৩ যে কক্ষপথে আবর্তন করছে তা – 174 কিমি x 1437 কিমি। ISRO এর পক্ষ থেকে এও জানাও হয়েছে পরবর্তী লুনার অরবিট মেনুভার করা হবে 14 আগস্ট, 2023 তারিখে 11:30 থেকে 12:30 টার মধ্যে।