নৈহাটি বড়মার মন্দিরের পূজো দিয়ে এসে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তা দিলেন।
উত্তর ২৪ পরগনা: নৈহাটি এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহ্যমন্ডিত বড়মার মন্দিরে দুপুর তিনটের কিছু পরে পুজো দিতে আসেন তিনি। মন্দিরে প্রায় ৩০ থেক ৪০ মিনিট থাকার পরে পুজো দিয়ে বেরিয়ে এসে বেরোলেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, – মন্দিরে মা মাটি মানুষের নামে পুজো দিলেন।
বিগত দিনের অশান্তির কথা উল্লেখ করে শান্তি ফেরাবার জন্য নৈহাটিতে বহুবার এসেছেন তার পাশাপাশি নৈহাটির বড়মা ফেরিঘাটের উন্নয়নের জন্য তার নিজের এমপি ফান্ডের থেকে দশ লাখ টাকা দেওয়ার পাশাপাশি বড়মা পুলিশ ফাঁড়ি হওয়া সহ হাইমাস্ট লাইট বসানো ও নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালের ওপিডির জন্য সাংসদ পার্থ ভৌমিকের এমপি ফান্ড থেকে ২ কোটি টাকা করে মোট ৪ কোটি টাকা দেবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।