কঙ্কালসার রাস্তা; ক্ষুব্ধ গ্রামবাসীরা।
জঙ্গীপুরঃ- দীর্ঘদিন ধরে কঙ্কালসার রাস্তা দেখে ক্ষিপ্ত এলাকাবাসীরা। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাশ্রী প্রকল্পের বহু জায়গায় রাস্তা হলেও, বহু বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তার এমন বেহাল দশা লক্ষ করা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোটকালিয়া মোড় থেকে জাগুন পাড়া যাওয়ার কয়েকশো মিটার রাস্তার। আর তা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন আমজনতা। যদিও রাস্তার সংস্কারের কাজের ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানা গেছে।
জঙ্গিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কাজ হলেও জাগুন পাড়া যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে আর তা দেখেও উদাসীন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর কাশীনাথ মন্ডল। বহুবার প্রশাসনকে বলেও রাস্তা সঙস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি অবশেষে সংবাদ মাধ্যমের নজরে আনে এলাকাবাসীরা। সম্প্রতি রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা বহু জায়গায় হলেও কেনোদিন হয়নি এই রাস্তা সংস্কার। কিন্তু স্থানীয় পথচারী এবং সাধারণ মানুষের দাবি, দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযুক্ত যোগ্য করে তোলা হোক। আর না হলে কয়েক দিনের মধ্যে আন্দোলনের নামার হুশিয়ারি দেন আমজনতা।,