মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রনে রাখতে বহরমপুরের বাজারে টাস্ক ফোর্স এর হানা।
বহরমপুরঃ- মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রনে রাখতে বহরমপুরের বাজারে হানা দেয় টাস্ক ফোর্স টিম। শনিবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী বাজার, গোরাবাজার সহ বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স টিম নেমে বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন, কোথাও আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, বেগুন ৮০ টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
এদিন অভিযানে নামেন টাস্ক ফোর্স অফিসার দীপক বিশ্বাস, বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ বিভিন্ন অফিসারেরা।