কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন কে লোকসভায় বলতে না দেওয়ার কারণে আসানসোলে কংগ্রেসের পক্ষ থেকে জিটি রোড অবরোধ করে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- শনিবার দিন আসানসোল পুরনিগম মোড়ের সামনে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। একই সাথে প্রায় ২০ মিনিট জিটি রোড অবরোধ করা হয়। এই বিষয়ে কংগ্রেস নেতা শাহ আলম ও প্রসেঞ্জিৎ পুইতুণ্ডি বলেন কেন্দ্রের সরকার ধারাবাহিক ভাবে বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছে। একই সাথে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভায় বলতে না দিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। এরই প্রতিবাদে অন্যান্য সব জায়গার সাথে আসানসোলেও কংগ্রেস পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। একই সাথে এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়েছে। পাশাপাশি ২০ মিনিট রাস্তা অবরোধ করা হয়েছে। যদি এরপরেও কেন্দ্রের সরকার জোর করে অন্যায়ভাবে বিরোধীদের দমন করতে চায়, তাহলে তার প্রতিবাদে কংগ্রেস লাগাতর আন্দোলনে নামবে।