রাহুল ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত। হাওড়ার বেতড়ে পুলিশের বাধা সত্বেও মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ।
হাওড়াঃ- রাহুল ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত। হাওড়ার বেতড়ে পুলিশের বাধা সত্বেও মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে গোটা দেশজুড়েই বিক্ষোভ চলছে। রবিবার সকালে দক্ষিণ হাওড়া কেন্দ্র কংগ্রেস কমিটির তরফ থেকে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে বেতড় মোড়ে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক শুভ্রজ্যোতি দাস বলেন, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে এবং কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। সর্বত্র বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। কোনা এক্সপ্রেসওয়ের বেতড় মোড়ে আমরা অবরোধ করেছি। এখানে পুলিশ এসে আমাদের ধরপাকড় করলেও আমাদের কর্মসূচি জারি ছিল। এবং নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়াতে পুলিশ বাধা দিলেও আমরা শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। পুলিশের বাধা সত্বেও আমরা আমাদের কর্মসূচি সফল করতে পেরেছি।