পথনাটিকার মাধ্যমে এবার মমতার ‘উন্নয়ন’ পাড়ায় পাড়ায় তুলে ধরবে রাজ্যের শাসক দল।
হাওড়াঃ- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের উন্নয়নের কর্মযজ্ঞকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবার পথনাটিকার আয়োজন করল মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে এক পথনাটিকার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, সারা রাজ্যে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই উন্নয়নের কর্মযজ্ঞের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পথনাটিকার আয়োজন করেছেন।
সেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা নাটিকার মাধ্যমে তুলে ধরা হবে। আজ কালীবাবুর বাজারে এই পথনাটিকার আয়োজন করা হলো। এরপরে হাওড়ার বিভিন্ন বাজারে এরকম পথনাটিকা চলবে। অরূপ রায় আরও বলেন, অন্যান্য রাজ্যে মেকি মিথ্যে উন্নয়নের প্রচার করা হয়। কিন্তু আমাদের রাজ্যে বাংলায় প্রকৃত উন্নয়ন হয়েছে। তৃণমূল সরকারের আমলে মানুষ এখানে সুখে আছেন। তাই আমরা এই পথনাটিকার মাধ্যমে মানুষের কাছে সেই বার্তাই তুলে ধরতে চাই।