পুকুরের জলে ডুবে মৃত্যু দিনমজুরের।
সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল, ৮ সেপ্টেম্বরঃ স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক দিনমজুরের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আসানসোল পুরনিগমের ১৫ নং ওয়ার্ডের মৌজুড়ি দীনেশ পল্লীতে। আসানসোল উত্তর থানার শীতলা রুইদাস পাড়ার বাসিন্দা মৃত দিনমজুরের নাম ভুবন বাউরি (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুবন বাউরি পেশায় দিনমজুর ছিলো। শুক্রবার কোন কাজ না পাওয়ায় সে বাড়িতে ছিলো। পরে দুপুরে সে বাড়ির অদূরে মৌজুড়ি দীনেশ পল্লীর পুকুরে স্নান করতে যায়। কিন্তু অসাবধানতায় ভুবন তলিয়ে যায়। পরে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছে। খবর পেয়ে আসেন বাড়ির লোকেরাও। আসেন কাউন্সিলর শ্যাম সোরেন।
এলাকার বাসিন্দারা পুলিশের উপস্থিতিতে পুকুরের জলে নেমে ভুবনের খোঁজ শুরু করে। বেশ কিছুক্ষুন পরে বিকেল সাড়ে তিনটের পরে ভুবনকে পুকুরের জল থেকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে এমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া!!