ধারালো অস্ত্রের কোপ সাফাই কর্মীকে, অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল পৌরনিগমের ১০নম্বর বোরোর সাফাই কর্মী ভৈরব সোরেন শুক্রবার সন্ধ্যায় অ্যাক্টিং সেনেটারী ইন্সপেক্টর শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপ ঐ সাফাই কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে ডেকে নিয়ে গিয়ে সোদপুর গাঁ মোড় ফাঁকা রাস্তায় তাকে মদ খাওয়ানোর পর ঐ সাফাইকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি করার পর গুরুত্বর আহত অবস্থায় ভৈরব সোরেন কে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের পক্ষথেকে শনিবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায়।
ধামসা মাদল বাজিয়ে তীর ধনুক নিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাঁদের দাবি অভিযুক্ত শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপকে এই ঘটনায় উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত অ্যাক্টিং সেনেটারি ইন্সপেক্টর শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপ কে পুলিশ গ্রেফতার করে শনিবার অভিযুক্ত কে আসানসোল আদালতে পাঠায়।