বিধ্বংসী অগ্নিকাণ্ড বাগনানে।
হাওড়াঃ- বাগনানে ভস্মীভূত চিপসের গোডাউন। শুক্রবার রাতে হাওড়ার বাগনানে চিপসের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই গোডাউন। ঘটনাটি ঘটে বাগনান থানার আন্টিলা কালীতলায়। পুলিশ সূত্রের খবর এদিন রাতে আন্টিলায় ওই চিপসের গোডাউনে আগুন লাগে।
গোডাউনটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউন গ্রাস করে নেয়। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।