এবার প্রকাশ্যে এলো জিনাতের “আশিক”।
EXCLUSIVE: এবার দর্শন দিলো জিনাতের আশিক। অবশেষে বনদপ্তর এর লাগানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো বাঘ, এদিন বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘটি রাইকা জঙ্গল সংলগ্ন এলাকায়।
বনদপ্তর সূত্রে জানা যায় জঙ্গলজুড়ে প্রায় ৭৫টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল সেই ট্র্যাপ ক্যামেরাতে আজ ভোরে ৩.২৪ নাগাদ ধরা পড়ে বাঘের ছবি। এই মুহূর্তে ভাড়ারি পাহাড় জঙ্গল সংগ্রহ এলাকায় বাঘের অবস্থান রয়েছে বলে জানা যাচ্ছে।