১১তম বঙ্গ কৃতি সম্মান- ২০২৫

ডিজিট্যাল ডেস্কঃ-আজ কলকাতা প্রেস ক্লাবে মহা সমারোহে অনুষ্ঠিত হল ১১তম বঙ্গ কৃতি সম্মান-২০২৫। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাশোসিয়েশন, গ্ল্যামারস গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশানের পরিচালনায় এই বঙ্গ কৃতি সম্মান-২০২৫ অনুষ্ঠিত হয়। সুনীল ধারার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক ও অভিনেতা সুনীল ধারা, বিশেষ অতিথি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনগ্রসর শ্রেণি  এ্যামপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাস চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

১১ তম বঙ্গ কৃতি সম্মান ২০২৫ অনুষ্ঠানে মোট বারো জনকে সম্মানিত করা হয়। তারা হলেন যথাক্রমে দেবযানী ঘোষ, দেবকুমার দে, সুনীল ধারা; মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সংগীতা দাস, গোপাল দেবনাথ, মালবি বসু দাস, শাইলো দে বিশ্বাস, রাজদীপ দাস, অরূপ গুহ, সন্দ্বীপ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *