পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, বালির খামার পাড়ায় ১৬টি হাঁসের মৃত্যু। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।
হাওড়াঃ- পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, বালির খামার পাড়ায় ১৬টি হাঁসের মৃত্যু। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যে বা যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। জানা গেছে, পুকুরে বিষক্রিয়ায় শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রাজহাঁস সহ ১৬টি হাঁসের মৃত্যু ঘটেছে। বাকি জীবিত হাঁসগুলো জলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বালির পি কে গাঙ্গুলি রোড ও খামার পাড়ার মানুষ এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন। যিনি এই হাঁসগুলোর প্রতিপালন করেন হাঁসগুলোর মৃত্যুতে তাঁরও এখন সর্বস্বান্ত অবস্থা। এই পুকুরের জল ব্যবহার করেন এলাকার বাসিন্দারাও। তাঁরাও দোষীর শাস্তি দাবি করছেন। স্থানীয় পি কে গাঙ্গুলী রোডের একটি পুকুরের জলপান করে এখনও পর্যন্ত ২টি রাজহাঁস সহ মোট ১৬টি হাঁসের মৃত্যু হয়েছে। হাঁসের মালিক প্রণব ঘোষ জানান, পুকুরে বিষক্রিয়া করায় এই ঘটনা ঘটেছে। পুকুরের জলে বিষ দেওয়া হয়েছে আগে জানা গেলে এতগুলো নিরীহ প্রাণীর মৃত্যু ঘটতো না। এই ঘটনার পর থেকে এলাকার মানুষজন পুকুরের জল ব্যবহার করতেই এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। অবিলম্বে যে এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দীর্ঘ কুড়ি বছর ধরে হাঁস লালনপালন করছেন শেখ সেলিম। তিনি জানান, অবলা প্রাণীদের এভাবে বিষক্রিয়া ঘটিয়ে যে মৃত্যু ঘটানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি চাইছি। গ্রামেগঞ্জে এমন হলে মারাত্মক ঘটনা আকার ধারণ করত। আমরা দোষীর শাস্তি চাই।