ইভটিজিং কে কেন্দ্র করে চরম উত্তেজনা।
হাওড়াঃ- সোমবার সরস্বতী পুজোর দিন দুপুরে হাওড়ার একটি গার্লস স্কুলের সামনে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে ওই ঘটনা ঘটে রামরাজাতলা এলাকার একটি স্কুলের সামনে। জানা গেছে, দশম শ্রেণীর এক ছাত্রী বাবাকে সঙ্গে নিয়ে স্কুলের সামনে এসেছিল। সেই সময় তিন নাবালক স্কুটি চেপে এসে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয় তিনজন।
এমনই অভিযোগ উঠেছে এই ঘটনায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। এলাকার লোকেরা দুই নাবালককে হাতেনাতে পাকড়াও করে তাদের পুলিশের হাতে তুলে দেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার পর স্থানীয়রা ইভটিজারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।