কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভা।
বাঁকুড়া:- কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষার আজকে বাঁকুড়া জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো বাঁকুড়া শহরের মিশন গার্লস প্রাইমারী স্কুলে।
জেলার বিভিন্ন প্রান্তের ৬৫ টি সেন্টারের, প্রথম থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরেজী মাধ্যমের ১৭২ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো।
শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল, স্মারক, বই, ক্যাশ প্রাইজ সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপিকা বসুমিত্রা সিংহ পান্ডে, AI সঞ্জীব দাস চক্রবর্তী, জেলা চেম্বার অফ কমার্স এর সম্পাদক মধুসূদন দরিপা, পুরসভার কাউন্সিলর তথা বিশিষ্ট শিক্ষক তাপস ব্যানার্জী, জাতীয় শিক্ষক বুদ্ধদেব দত্ত, শিক্ষারত্ন শিক্ষক সাধন মন্ডল, অধ্যাপক অমলেন্দু মন্ডল, কৃষ্ণা মুখার্জী, আম্বুজ দাস, বিশিষ্ট শিক্ষক রক্তিম মুখার্জী, চঞ্চল নাথ, সুদীপ্ত দত্ত, রঞ্জিত রায় সহ জেলার বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গণ, হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।
আয়োজক দের তরফে বিশিষ্ট শিক্ষক দীপক চ্যাটার্জী, বিপ্লব পতি, রঞ্জিত রায়, সমীর পাত্র, অন্তরা পাত্র, বিধান গরাই সহ ১৪ টি ব্লকের কনভেনর গণ ।