শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসব পালন অনুষ্ঠান চলছে বেলুড় মঠে।

হাওড়াঃ- ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসব পালন অনুষ্ঠান চলছে বেলুড় মঠে। মঠের রীতি অনুযায়ী প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। এবছর গত মঙ্গলবার ১২ মার্চ ঠাকুরের ১৮৯তম জন্মতিথি পালন হয়।

আজ রবিবার জন্মমহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঠের সবথেকে বড় আকর্ষণ সার্বজনীন মেলা। মঠের ভিতরে প্রাঙ্গণে বসেছে এই মেলা।

হরেক পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। প্রসঙ্গত, আগে এই মেলা শেষে অন্যতম আকর্ষণই ছিল আতশবাজির প্রদর্শন। কিন্তু ২০১৯ সাল থেকে তা পরিবেশ দূষণের কারণে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *