নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের।
সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ- অকাল বর্ষণ ও নিম্নচাপের ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের।
দুই দিন ব্যাপীচলা ধারাবাহিক বৃষ্টিতে সারেঙ্গা সহ বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় ধান ও আলু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলেই সংশ্লিষ্ট মহলের ধারনা।
মঙ্গল বার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে আজ সারেঙ্গা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার ও সারেঙ্গা ব্লক সহ-কৃষি অধিকর্তা সজল পতি।
তারা সরেজমিনে ধান ও আলু চাষের সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন ও কৃষকদের সাথে কথা বলেন।
নিম্নচাপের এই বর্ষণের ফলে সারেঙ্গা ব্লক এলাকায় আনুমানিক ১০০০ হেক্টর জমির আলু এবং ২০০০ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।