নন ইন্টারলকিং এর কাজের জন্য ট্রেনের যাত্রা সূচীর ব্যাপক পরিবর্তন।

হাওড়াঃ- চাতরা ও মুরারাই স্টেশনের মধ্যে তৃতীয় লাইন তৈরীর কাজের উদ্দেশ্যে আগামী ১০ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত ১২ দিনের জন্য ঐ সেশনে নন ইন্টারলকিং এর কাজ শুরু হবে। এর ফলে ওই দিনগুলিতে কিছু ট্রেন বাতিল থাকবে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে, কিছু ট্রেন ঘুরপথে যাবে এবং কিছু ট্রেনের যাত্রাশুরুর সময় পরিবর্তিত হবে।

এর মধ্যে হাওড়া থেকে ১৩০১১ আপ হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩০৩১ হাওড়া- জয়নগর এক্সপ্রেস, ১৩০২৭ হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, ১৩০২৩ হাওড়া গয়া এক্সপ্রেস এবং শিয়ালদহ থেকে ১৩১৪৯ শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ০৯.১২.২০২৩ থেকে ২১.১২.২০২৩ অবধি বাতিল থাকবে।

এছাড়াও, ৩৫৪০৬ সাহেবগঞ্জ রামপুরহাট এক্সপ্রেস স্পেশাল, ০৩০৯৩ আজিমগঞ্জ রামপুরহাট স্পেশাল, ০৩০৮৮ রামপুরহাট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩০৯৪ রামপুরহাট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৪০৭ রামপুরহাট সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল এবং ০৩৪১১ রামপুরহাট বারহারওয়া প্যাসেঞ্জার স্পেশাল ০৯.১২.২০২৩ থেকে ২১.১২.২০২৩ অবধি বাতিল থাকবে। অপরদিকে, হাওড়ামুখী ১৩০১২ মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩০৩২ জয়নগর হাওড়া এক্সপ্রেস, ১৩০২৮ আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস, ১৩০২৪ গয়া – হাওড়া এক্সপ্রেস এবং শিয়ালদহ মুখী ১৩১৫০ আলিপুরদুয়ার আগামী ১০.১২.২০২৩ থেকে ২২.১২.২০২৩ অবধি বাতিল থাকছে।

এছাড়াও, রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩০৬৮ আজিমগঞ্জ কাটোয়া মেমু গ্যাসেজার স্পেশাল, ০৩০৬৭ কাটোয়া – রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৪০৮ সাহেবগঞ্জ রামপুরহাট মেমু প্যাসেজার স্পেশাল এবং ০৩৪১২ বারহারওয়া রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল আগামী ১০.১২.২০২৩ থেকে ২২.১২.২০২৩ অবধি বাতিল থাকবে। এছাড়াও, ২১ টি আপ ট্রেন ও ২১ টি ডাউন ট্রেন ঘুরপথে যাতায়াত করবে, ৩ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে এবং ২টি ট্রেনের যাত্রাশুরুর সময় পরিবর্তিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *