হাওড়ার শালিমারের বহুতলে আগুন, আতঙ্ক।
হাওড়াঃ- হাওড়া শালিমারের রবীন্দ্রনগর কমপ্লেক্সে সোমবার বিকেল নাগাদ আগুন লাগে। ওই বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুনের আতঙ্কে বহুতলের বাসিন্দারা আবাসনের ছাদে উঠে যান। শিবপুর ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বহুতলের বাসিন্দাদের অভিযোগ ফ্ল্যাট মালিক দীর্ঘদিন ধরে এখানে এই পরিস্থিতি হওয়া সত্বেও কোনওরকম রক্ষণাবেক্ষণ করেনি। তার জন্যই এই ঘটনা ঘটলো।