প্রবল বর্ষণে একাধিক সেতু জলের তলায়; সমস্যায় সাধারন মানুষ।
পশ্ছিম মেদিনিপুরঃ- এই কদিনের প্রবল বর্ষণে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার ভগবানপুর এক নম্বর অঞ্চলের কেটিয়াখাল এবং শিলাবতী নদীর উপর থাকা তিনটি কাঠের সেতু জলের তলায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে শুরু করেছে কেঠিয়া খাল আর শিলাবতী নদীর। এর ফলে তলিয়ে গিয়েছে কাঠের সেতুগুলি।
সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষসহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের। কৃষ্ণপুর থেকে চৈতন্যপুর(কেঠিয়াখাল) এবং চৈতন্যপুর থেকে কেসে ডাল( শীলাবতী নদী) যাওয়ার জন্য নদী পারাপার করতে একমাত্র ভরসা নৌকা। ওই এলাকার সাধারণ মানুষজন ঝুঁকি নিয়েই নৌকার উপর সাইকেল ও মোটরবাইক চাপিয়ে পারাপার করছেন। অপরদিকে ঘোষকিরা থেকে ক্যাসেডাল(শিলাবতী নদী) যাওয়ার জন্য নদী পারাপার করতে নেই কোন নৌকার ব্যবস্থা। যার ফলে সমস্যায় ওই দুটি গ্রামের মানুষ সহ আশেপাশের সাধারণ মানুষদের। সবমিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা ওই এলাকার মানুষজনদের।
এলাকার মানুষের কংক্রিটের সেতুর দাবি দীর্ঘদিনের। তারা তাদের দাবি জানায় ভগবন্তপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে আসেন ভগবন্তপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আশরাফুল মল্লিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান সাধারণ মানুষের দাবি শুনেছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।