প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে জামুড়িয়ায় বিজেপি’র এস. সি. মোর্চার মিছিল।
সৌমিত্র গাঙ্গুলি, জামুড়িয়া, পশ্চিম বর্ধমানঃ- ভারতীয় জনতা পার্টির এস. সি. মোর্চা আসানসোল সাংগঠনিক জেলার তরফে এক মহা মিছিল আয়োজন করে জামুড়িয়া বিধান সভায়। মিছিলটি জামুড়িয়া আখলপুর ব্রিজ থেকে জামুড়িয়া কুয়ামোড় হয়ে জামুড়িয়া বাজার পরিক্রমা করে জামুড়িয়া থানা মোড় বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
এই মিছিলে বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘুড়ুই, বাঁকুড়ার বিধায়িকা চন্দনা বাউরি প্রমুখ নেতা নেতৃবৃন্দদের এই মিছিলে হাটতে দেখা যায়। সেখানে রাহুল সিনহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো প্রতারক। তিনি যখন কুড়মীদের মিছিলে হামলা হলো, তখন বিজেপিকে দোষারোপ করেছিলেন এবং সেই দিনই রাতে দেখা গেলো কুড়মীদের এরেস্ট করছে। কুড়মীদের নেতাকে স্থানান্তর করা হয়েছে। তার মানে কুড়মীদের প্রতারণা করেছে এই টি. এম. সি. সরকার এবং এরই সাথে দাবী করেছেন প্রকাশ্যে বিজেপির কাছে ক্ষমা চাওয়া উচিৎ বাংলার মুখ্য মন্ত্রীকে।
অন্য দিকে এই মিছিল নিয়ে আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, আজ পশ্চিম বাংলার সাথে সাথে জামুড়িয়াতেও বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে, আজ মানুষের ঘরে পানিও জলের সমস্যা আর জামুড়িয়াতে বেসরকারি কারখানাগুলি কিছু তৃণমূলের নেতাদের মদতে বড় বড় পাইপ লাইন করে জল নিয়ে যাচ্ছে। আজ পুরো পশ্চিম বাংলার সাথে সাথে এই জামুরিয়াতেও কয়লা, বালি কারবার চলছে। আরও অনেক বিষয় আছে এরই কারণে আজ এস. সি. সেলের পক্ষ থেকে এই মিছিল।