প্রবল বর্ষণে প্লাবিত ভারত ভূটান সীমান্ত।
নিউজ বুর্যোঃ– ভুটানে ভারী বর্ষণের ফলে ভারত ভুটান সীমান্তের জয়গাঁও অঞ্চলের মংলা বাড়িতে প্লাবিত অনেক ঘরবাড়ি। পাশাপাশি ভারত ভুটান সংলগ্ন ফুনসলিং এর ধামদাড়া ও কারবেটার এলাকা সম্পূর্ণ ভাবে প্লাবিত হয়েছে। রাস্তায় পড়ে থাকা গাড়ি প্লাবিত জলে ভাসা শুরু করেছে। এই জল ভারতের আলিপুরদুয়ার জেলার জয়গাও অঞ্চলে প্রবেশ করার পর মংলা বাড়ি অঞ্চলটিকে সম্পূর্ণভাবে প্লাবিত করে নিয়ে গেছে। মংলাবাড়ি অঞ্চলের কাছে ঝর্ণা বস্তি থেকে বছর ৫০ এর স্মাইল মিয়া কে ভাসিয়ে নিয়ে চলে গেছে এই বন্যার জলে গ্রামের সূত্রের এই খবর পাওয়া গেছে। পাশাপাশি পানা নদীর জলে প্লাবিত হয়েছে সাঁওতালি চা বাগান সহ মেজ বস্তি এবং পাশাপাশি বহু চা বাগান এখন জলের তলায় রয়েছে। অপরদিকে দালসিং পাড়া যাওয়ার রাস্তায় বি-বারি সিঁদুর কাছে রাস্তা পুরোপুরি জলের স্রোতে উড়িয়ে নিয়ে চলে গেছে।
ফ্ল্যাশ ওয়াটার দীর্ঘস্থায়ী না হওয়ার ফলে স্বল্প সময়ের মধ্যে প্রচুর ক্ষতি করে যায়। এখন পযন্ত প্রশাসন সূত্রে জানা গেছে মেজ বস্তির মানুষগুলোকে উদ্ধার করার জন্য এনডিআরএফ সহ বিন্যাগুড়ি সেনা ছাউনির সৈনিক বল এবং হাসি মারার এয়ার ফোর্সের সৈনিকরা রীতিমতো উদ্ধারের কাজে যুক্ত হয়েছে। ভূটানে অত্যাধিক মাত্রায় বৃষ্টি হওয়ার ফলে ভারত ভুটান সংলগ্ন মংলা বাড়িতে বন্যার জল প্রবেশ করে পাশাপাশি দলসিং পাড়াতে বি-বারি সেতু বিচ্ছিন্ন হয়ে পড়ে পানাজঙ্গল নদীর স্রোত ভেসে আসে এবং বহু চা বাগান জলের তলায় চলে যায়।