পঞ্চায়েত এর ফল ঘোষণার পরই শুরু দলবদল।।

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এর জয় জয়কার। তবে এরই মধ্যে শুরু হয়েছে দল বদলের পালা। এরকমই একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বড়কলা এলাকায়।

পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের বড়কলা গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের পক্ষে সংখ্যাগরিষ্টতার জন্য একটি আসন কম ছিল। অস্বস্তিতে ছিল শাসক শিবির। অবশেষে সিপি আই এম এর বিজয়ী প্রার্থী আফরোজা বেগম দলবল সহ যোগ দিলেন তৃণমূল কংগ্রেস এ। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তারই সাথে প্রায় দেড়শো সিপিআইএম কর্মী সমর্থক যোগদান করে শাসক দলে। তার এই যোগদান প্রসঙ্গে আফরোজা বেগম জানিয়েছেন তিনি – সি পি আই এম এর হয়ে এলাকায় উন্নয়নের কাজ করতে পারতেন না। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে সি পি আই এম দাবী করেছে – আফরোজা বেগমকে ভয় দেখিয়ে তৃনমূলে যোগদান করানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *