এক নজরেঃ পঞ্চায়েত নির্বাচন ২০২৩ (হাওড়া)

হাওড়াঃ-

গ্রাম পঞ্চায়েত

মোট আসন – ৩১০২

মোট প্রার্থী – ৭৩৩৬

নির্দল প্রার্থী – ১৮৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৭১৭

 

পঞ্চায়েত সমিতি

মোট আসন – ৪৭০

মোট প্রার্থী – ১২৫৩

নির্দল প্রার্থী – ১৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৯৮

 

জেলা পরিষদ

মোট আসন – ৪২

মোট প্রার্থী – ১৭৭

নির্দল প্রার্থী – ১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

 

হাওড়ায় মোট বুথ সংখ্যা: ৩,০৩১

এর মধ্যে প্রধান বুথ: ২,৯৩০ এবং সহায়ক বুথ: ১০১

 

হাওড়ায় মোট ভোট কর্মী: ১৫,১৫৫

 

হাওড়ার মোট ভোটার: ২৭ লক্ষ ৮১ হাজার ১৭৩

 

DCRC তথা কাউন্টিং কেন্দ্র : ১৪

 

সব বুথ CCTV এর আওতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *