নিরাপত্তার দাবি ভোট কর্মীদের।

হাওড়াঃ- হাওড়ার বাগনান আদর্শ স্কুল থেকে বাকসি হাটুরিয়া বিভিন্ন জায়গায় দুপুরের পর থেকে ব্যালট বক্স ও ব্যালট পেপার ভোটগ্রহণের  বিভিন্ন সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা রওনা দিচ্ছেন। এখানে জনৈক ভোটকর্মী জানান একটা মাত্র বন্দুকধারী পুলিশ দিয়ে তাদের পাঠানো হচ্ছে, সেইরকম নিরাপত্তা পাচ্ছেন না। তবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছালে বুঝতে পারবেন কতটা নিরাপত্তা আছে সেখানে। প্রসঙ্গত, শুক্রবার রাত পোহালেই আগামীকাল শনিবার ৮ই জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন উপলক্ষে সর্বত্র চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীরা ব্যালট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কিন্তু প্রত্যেকেরই একটাই দাবি, তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চাই। ভোটকর্মীরা বলেন, আমরা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ভোট করাতে গিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। যে কথা বলা হয়েছিল যে রাজ্যের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তার উল্টো ছবি। আমাদের পরিবারের লোকেরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থার কথা দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *