ঝোপ বুঝে কোপ। ভোটে বাড়ি ফেরা যাত্রীদের কাছে বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি, এমনই অভিযোগ।

হাওড়াঃ- ঝোপ বুঝে কোপ। ভোটে বাড়ি ফেরা যাত্রীদের কাছে বাসের ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ। এমনই অভিযোগ। রাত পোহালে আগামীকাল পঞ্চায়েত ভোট। দলে দলে ঘরে ফিরছেন শ্রমিকরা। হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডেও দেখা গেল থিক থিক করছে যাত্রীদের ভিড়। আর এই সুযোগে বাসের টিকিট দ্বিগুণ, তিনগুণ বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। পঞ্চায়েতের ভোটের কারণে বাড়ি ফেরার তাড়া শ্রমিকদের। কলকাতা এবং আশপাশের এলাকায় যারা কাজ করেন তাদের গ্রামে ফেরার তাড়া। তাই গত কয়েকদিন হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। শুক্রবারেও একই ছবি দেখা গেল বাসস্ট্যান্ডে। থিক থিক করছে ভিড়। স্ট্যান্ডে একটা বাস ঢোকার সঙ্গে সঙ্গে বাসকে ঘিরে দাঁড়িয়ে পড়ছেন যাত্রীরা। ১৫০ টাকার টিকিট ৫০০ টাকাও হাঁকা হচ্ছে। আর তাতেই ঠাসাঠাসি করে তারা বাসে উঠছেন। অনেক যাত্রী ভেতরের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে বসে রওনা দিচ্ছেন গ্রামের উদ্দেশ্যে। ভোট মানে গণতন্ত্রের উৎসব। আর গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে গাঁটের টাকা বেশি খরচ করতেও পিছুপা হচ্ছেন না ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *