রাতের অন্ধকারে শাসক তৃণমূলের ব্যানার ফেস্টুন পুড়িয়ে ফেলার অভিযোগ, জোর শোরগোল জঙ্গলমহলে।

খাতড়া, বাঁকুড়াঃ- পঞ্চায়েত ভোটের পূর্বে ফের সরগরম বাঁকুড়ার জঙ্গলমহল। রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীদের নাম ও ছবি সাজানো ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।অভিযোগের তীর সিপিআইএম ও বিজেপির উপর। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য খাতড়ায়।

শাসক দলের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী সমীর মন্ডলের অভিযোগ খাতড়া এলাকার এটিএম গাউন্ড সংলগ্ন স্থানে তৃণমূল প্রার্থীদের নাম ও ছবি সাটানো প্রচারের উদ্দেশ্যে ব্যানার টাঙ্গানো হয়েছিল। সেই ব্যানার রাতের অন্ধকারে বিরোধী দলের লোকেরা পুড়িয়ে দিয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। তাদের দাবি এলাকায় সিপিআইএম ও বিজেপি একজোট হয়ে শাসক দলকে হারাতে মরিয়া হয়ে উঠেছে,তাই তারা রাজনৈতিকভাবে পেরে না ওঠে উঠে নোংরা রাজনীতিতে নেমেছ।  এই বিষয় নিয়ে খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয় শাসক তৃণমূলের পক্ষ থেকে।

যদিও শাসকদলের আনা অভিযোগ, বিরোধী শিবির তথা সিপিআই ও বিজেপির পক্ষ থেকে এক জোটে অস্বীকার করা হয়েছে। সিপিআইএমের বাঁকুড়া জেলার সম্পাদক অজিত প্রতির দাবি তৃণমূলের রাজনৈতিকভাবে বলার কিছু নেই তাই তারা এইসব অভিযোগ আনছে।

বিজেপির তরফ থেকে জেলা পরিষদ প্রার্থী শান্তনু সিংহ’র দাবি বিজেপির এটা কালচার নয় বিজেপি একটা জাতীয়তাবাদী দল, শাসকদল হারার ভয়ে নিজেরাই এই কাণ্ড করে তাদের বিরুদ্ধে অভিযোগ করছে।

পঞ্চায়েত ভোটের পূর্বে ফের রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলার জঙ্গলমহলে। এখনো বাকি নির্বাচনের দিন, সেই দিন কি হয় তার দিকে তাকিয়ে পুরো জঙ্গলমহলবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *