সিমেন্টের জাল চালানের আড়ালে অবৈধ কয়লা পাচারের ছক বানচাল করল পুলিশ! বড়সড়ো সাফল্য!
সৌমিত্র গাঙ্গুলি, কুলটি, পশ্চিম বর্ধমানঃ- আবারো বড়োসড়ো সাফল্য কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের। সিমেন্টের জাল চালনের আড়ালে ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা বোঝাই করে পাচারের আগেই পুলিশের জালে আটক অবৈধ কয়লা বোঝাই ট্রাক ও খালাসি। কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের বড়োসড়ো সাফল্য! যদিও ওই সিমেন্টের জাল চালান দেখিয়ে ত্রিপল ঢাকা অবস্থায় পশ্চিমবাংলা, ঝারখান্ড সীমান্তের ডুবডিহি চেকপোষ্ট থেকে ট্রাকটি সহজেই বেরিয়ে যায়। এরপর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লা বোঝাই ট্রাকটিকে অনুসরণ করতে শুরু করে এবং দামাগোড়িয়া রেল ব্রিজ সংলগ্ন এক লাইন হোটেলে দাঁড় করিয়ে চালক ও খালাসি খাবার খেতে যায়। সেই সময় চৌরঙ্গি ফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকে ত্রিপল খুলে দেখে যে কয়লা বোঝাই রয়েছে ওই গাড়িতে। ড্রাইভার যদিও পুলিশ দেখে পালিয়ে যায়, পুলিশ খালাসিকে আটক করে এবং সেখানেই দেখা যায় যে জাল সিমেন্টের চালান দেখিয়ে ত্রিপল ঢাকা দিয়ে ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা পাচার করার উদ্দেশ্যে এ রাজ্যে নিয়ে আসা হচ্ছিল। যদিও পুলিশ চালককে খোঁজাখুঁজি শুরু করে। তবে চালককে পাওয়া যায়নি। খালাসিকে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে! তবে এই কারবারে কারা কারা জড়িত রয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।