সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ ২০২৩ এর সূচনা।

পশ্চিম মেদিনীপুরঃ- পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তর ও বস্ত্র বিভাগের সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল মঙ্গলবার মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে। এদিনের এই সিনার্জি এন্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্ষুদ্র ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মূলত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম দুই জেলায় নতুন শিল্পদ্যোগ ও কর্মসংস্থানের লক্ষ্যে এদিনের এই কনক্লেভ বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখানে জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিরাও উপস্থিত ছিলেন এবং বেশকিছু শিল্পদ্যোগীরা তাদের স্টলও দিয়ে ছিলেন এই কনক্লেভে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *