রোগীদের সাথে রক্তের সম্পর্ক গড়ে তোলার বিশেষ উদ্যোগ চিকিৎসকদের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- এবার রোগীদের সঙ্গে চিকিৎসকদের রক্তের সম্পর্ক গড়ে উঠবে তেমনি উদ্যোগ নিল আসানসোল জেলা হাসপাতাল! আসানসোল জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে চিকিৎসকরা করলেন রক্তদান! প্রসঙ্গত উৎসবের মরশুমে প্রত্যেক বছরই কিছুটা রক্তের সংকট দেখা দেয়! কিন্তু এবছর সেই রক্ত সংকট অনেকটা বেশি বলে মনে করছেন আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস!
তিনি বলছেন, এখন হাসপাতালে এমনিতেই রোগীর চাপ বেড়েছে! অন্যদিকে উৎসবের মরশুমে সেই ভাবে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে না। ব্লাড ব্যাংকেও রক্তের যোগান কম। অথচ প্রত্যেকদিন থ্যালাসেমিয়া, দুর্ঘটনার শিকার, অথবা প্রসূতিরা ভর্তি হচ্ছেন; তাদের রক্তের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে আয়োজন করে এই রক্তদান শিবির।