অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগ আসানসোল পুরনিগমের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে উদ্যোগি হলো আসানসোল পৌরনিগম। এদিন পুরনিগমের অন্তর্গত ৪৩নম্বর ওয়ার্ডের আসানসোল ইমাম আলী লেনে গড়ে ওঠা অবৈধ মার্কেটে ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট!
তারই ভিত্তিতে বুধবার সকাল থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে আসানসোল পৌরনিগম।