“এরা দুর্নীতি তন্ত্রের নাট বল্টু, আসল মাথা পিসি ভাইপো”- বিস্ফোরক মহঃ সেলিম।

হাওড়াঃ- ভুয়ো ডাক্তার, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো জব কার্ড, ভুয়ো এমএলএ কারা তৈরি করেছে? সব তৈরি হয়েছে দিদির সরকারের আমলে। আমরা এই এইসব ভুয়ো’র বিরুদ্ধে আন্দোলন করছি। ওরা যদি বলে থাকেন বাম আমলে ভুয়ো রেশন কার্ডের কথা তাহলে এতদিন কেন ওরা চুপ ছিলেন? কেন ওরা আন্দোলন করেননি ? এমনই প্রশ্ন তুললেন মহ: সেলিম। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর আগামী ৩-৫ নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত রাজ্য অধিবেশন উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় সি.পি.আই.(এম) হাওড়া জেলা কমিটির আহ্বানে কদমতলা বাসস্ট্যান্ডে সভা উপলক্ষে এদিন হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহঃ সেলিম।

সেলিম আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিককে এই কারণে খাদ্যমন্ত্রী হিসেবে বসিয়ে রেখেছিলেন যাতে চুরির ৭৫ শতাংশ কালীঘাটের বাড়িতে আর বাকি ২৫ শতাংশ জ্যোতিপ্রিয়র কাছে রেখে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলা যায়।সেলিম দাবি করেন, আসল চোরেদের ধরতে হবে। সরকারকে ধরতে হবে। সেলিম আরও বলেন, বাম আমলে আমরা চেয়েছিলাম বেকারদের চাকরি হোক, শিল্প আসুক বিনিয়োগ হোক। যুবকদের ভবিষ্যৎ গড়ে উঠুক। সে সময় তৃণমূল, বিজেপি আর মাওবাদী একযোগে আমাদের বাধা দিয়েছে। কারখানা হতে বাধা দিয়েছে মমতার একরোখা ঔদ্ধত্য। মমতা মোদীকে কারখানা গিফট করে দিয়েছে। আজকে বেকাররা কেন তার দায় নেবে ? এর জবাব দিদিকেই দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *