মদের আসরে হামলায় জখম যুবকের মৃত্যু, গ্রেপ্তার বন্ধু।
হাওড়াঃ-মদের আসরে মদ্যপ অবস্থায় বন্ধুদের মধ্যে বচসা এবং মারধরের ঘটনায় মৃত্যু হলো জখম যুবকের। শনিবার রাতে তন্ময় দাস নামের ওই যুবকের মুখে রড ঢুকিয়ে খুনের চেষ্টা করেছিল তারই বন্ধু। সেই ঘটনার জেরে বুধবার দুপুরে জখম তন্ময়ের মৃত্যু হয় কলকাতার কলকাতার এসএসকেএম হাসপাতালে। এদিকে, তন্ময় দাসকে খুনের ঘটনায় তার এক বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রথমে এই ঘটনায় তার দুই বন্ধুকে আটক করেছিল। পরে তাদের মধ্যে এক বন্ধুকে গ্রেপ্তার করে খুনের মামলা রুজু করা হয়েছে। মদ্যপ অবস্থায় বচসার জেরেই খুন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল হাওড়ার ডোমজুড় থানা এলাকার নিবড়ার দাসপাড়ায়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শনিবার রাতে নিবড়ার দাসপাড়ায় সঞ্জীব নামের এক বন্ধুর বাড়িতে মদের আসর বসেছিল।
সেই আসরে তিন বন্ধু সহ অন্যান্যরা উপস্থিত ছিল। মদের আসরে হঠাৎই এক বন্ধুর সঙ্গে প্রথমে তন্ময়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীনই দু’জনের মধ্যে বেধে যায় হাতাহাতি। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক বন্ধু একটি রড দিয়ে তন্ময়কে বেধড়ক মারে। এমনকী রডটি গলায় ঢুকিয়ে খুনের চেষ্টা করে। যার জেরে ঘাড়ে, গলায় ও মুখে গুরুতর আঘাত পান তন্ময়। রাতেই রক্তাক্ত অবস্থায় তন্ময়কে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রবিবার সকালে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদের আসরে মদ্যপ অবস্থায় প্রথমে কথা কাটাকাটি দগুরু হয়। তারপরেই তন্ময়কে মারধর করে তারা। প্রচন্ড মারের জেরে গুরুতর জখম হন। এদিকে, তন্ময়কে খুনের অভিযোগে এক বন্ধুক্ব গ্রেপ্তার করেছে পুলিশ।