ইতিহাস কলকাতা মেট্রোর, গঙ্গার নীচ দিয়ে পৌঁছালো হাওড়া।
হাওড়াঃ- দেশের ইতিহাসে মাইলফলক গড়লো কলকাতা মেট্রো। আজ শক্তিশালী গঙ্গানদীর তলা দিয়ে ভারতে প্রথমবার নদীর তলদেশে মেট্রো চললো আজ। দীর্ঘ প্রতীক্ষার পর আজ মহাকরণ থেকে রওয়ানা দিয়ে সকাল ১১:৫৫ মিনিটে হাওড়া শক্তিশালী হুগলি নদীর তলদেশ পার করে।
এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এই ট্রেনে ভ্রমন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং এডিশনাল ম্যানেজার এইচ এন জয়সওয়াল ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাওড়া ষ্টেশনে ট্রেনটি এসে পৌঁছানোর পর পুজো দেওয়া হয়। মেট্রো রেল সূত্রে জানা গেছে আগামী ৭মাস হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রায়াল রান করবে মেট্রো রেল। তার পর এর নিয়মিত পরিষেবা শুরু হবে। এই ঐতিহাসিক মুহূর্তে এই মেট্রোর সাথে যুক্ত সকলে খুব আনন্দিত।
শ্রী কৌশিক মিত্র, CPRO/মেট্রো রেলওয়ে জানান – “এটি মেট্রো রেলওয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত; কারণ অনেক বাধা অতিক্রম করে আমরা হুগলি নদীর তলদেশে রেক চালাতে সফল হয়েছি৷ কলকাতা এবং শহরতলির মানুষকে একটি আধুনিক পরিবহন ব্যবস্থা প্রদানের ক্ষেত্রে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ। এটা বাংলার মানুষের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বিশেষ নতুন বছরের উপহার।”