সাত সকালেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।
ঝাড়গ্রাম: সাত সকালেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়্গ্রামের বুধবার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায় হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির। ওই ব্যক্তি হুলা পার্টির সদস্য বলে জানাগেছে। নয়াগ্রামের জঙ্গল থেকে একদল হাতি সাঁকরাইলের বালিভাষার জঙ্গলের দিকে আসছিল ধান জমির উপর দিয়ে। গ্রামের মধ্যে যেন ক্ষয়ক্ষতি না হয় তার পাশাপাশি মানুষের যাতে না দুর্ঘটনা ঘটে হাতির তাণ্ডবে তার জন্য হুলা পার্টির সদস্যরা হাতির দল কে গ্রামে প্রবেশ না করে তাড়াতে গিয়েছিল। হাতির দল থেকে একটি হাতি বেরিয়ে এসে আচমকা পিছন থেকে হুলা পার্টির সদস্য সঞ্জীব মাহাত কে পা দিয়ে পিসে দেয় বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায়। সঞ্জীব মাহাতোর বাড়ি বালিভাষা এলাকায়। ঘটনাস্থলে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে দেখার পর ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।