ইসিএলের জমি জবরদখলের অভিযোগ, স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- ইসিএলের জমি জবরদখলের অভিযোগ উঠলো স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কুলটির ডিসেরগড় অঞ্চল তথা  আসানসোল পুরনিগমের ১০৪ নং ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে ইসিএলের জমির ওপর দিনের বেলায় কাঁচা সবজি ও মাছ এর বাজার বসে। এলাকাবাসীর বাজারে যাতায়াত করার রাস্তাও  রয়েছে ওই অঞ্চলে। অথচ রাতারাতি ওই অঞ্চলটি পাঁচিল তুলে ঘিরে ফেলেন স্থানীয় কাউন্সিলার অঞ্জন মণ্ডল, বলে অভিযোগ।

এতে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে ওই পাঁচিল ভেঙে ফেলতে তৎপর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ একই সাথে ওই এলাকায় বসবাসকারী তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্যের ছেলে চন্দন আচার্যও ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের অভিযোগ বাজারের জমিটী ECL এর। কিন্তু কাউন্সিলার অঞ্জন মন্ডল জাল কাগজ পত্র নিয়ে এসে জমিটী দখল করতে চেষ্টা করে। তবে ক্ষিপ্ত হয়ে পাঁচিল ভেঙে দেয় স্থানীয়রা। এই বিষয়ে কাউন্সিলার অঞ্জন মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *