সারেঙ্গায় অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা।
সারেঙ্গা, বাঁকুড়াঃ- সারেঙ্গা ব্লকের আমঝোর ফুটবল ময়দানে দুইদিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হল। এই মেলায় গবাদী পশুর প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক, বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি, প্রাণী সম্পদ বিভাগের বাঁকুড়া জেলা আধিকারিক, সারেঙ্গা ও রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি,
সারেঙ্গা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক, প্রাণী চিকিৎসক গন, সারেঙ্গা ব্লকের অন্তর্গত বাঁকুড়া জেলা পরিষদের সদস্যরা, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যরা, সারেঙ্গা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, রাইপুরের জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত এবং সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, প্রাণী মিত্রা ও প্রানীবন্ধু সহ অন্যান্য ব্যক্তিরা।
এই মেলা ১৯ ও ২০শে জানুয়ারী এই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়। আজ বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রায় পৌঁছে দেন আবৃত্তি শিল্পী শ্যামসুন্দর সেন ও সুমিতা সৎপতি এবং সঙ্গীত শিল্পী পারমিতা পাহাড়ি। আজকের অনুষ্ঠানে গবাদী পশুর প্রদর্শনে বিশেষ কৃতিত্বের অধিকারী ব্যাক্তিদের সম্মানিত করা হয়।
পাশাপাশি যে সমস্ত প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রারা তাদের কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন তাদের সম্মানিত করা হয়।