UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তম স্থান অধিকারী বাঁকুড়ার পার্থকে শুভেচ্ছা জানালেন বিধায়ক থেকে অন্যান্যরা।

সারেঙ্গা, বাঁকুড়া:- ইউপিএসসি পরীক্ষায় দেশের মধ্যে সপ্তম স্থান অধিকারী বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের যুবক পার্থ করণ কে  শুভেচ্ছা জানাতে হাজির স্থানীয় বিধায়ক থেকে বাম শিক্ষক সংগঠন, সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা ও  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সিনেমার গল্পকেও  হার মানিয়ে ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তম স্থান অধিকার করেছেন  জঙ্গলমহলের যুবক পার্থ। পার্থত বাবা বর্তমানে অবসর প্রাপ্ত শিক্ষক আলোক করণ শিখিয়ে ছিলেন একটা ব্যার্থতা আগামীর সফলতার পথ তৈরী করে দেয়।

পার্থর সারেঙ্গা থেকে ইউপিএসসির জিও সায়েন্টিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তম স্থান দখল করার রাস্তাটা ছিল বেশ শক্ত। তবে পার্থর কথায় “কঠিন হলেও কিছুই অসম্ভব নয়”। রাইপুর ব্লকের মাড়োশোল গ্রামে  প্রাথমিকের পাঠ চুকিয়ে  সারেঙ্গা মাহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে পদার্থ বিদ্যা নিয়ে স্নাতক পাশ করার পর আই আই টি জ্যাম পরীক্ষা দিয়ে গুয়াহাটি আই আই টি থেকে স্নাতকোত্তর করে পিএইচ ডি করার জন্য পাড়ি দেন দিল্লী। এরপরেই বদলে যায় জীবনের লক্ষ।  ইউ পি এস সি ক্র‍্যাক করার ভাবনা মাথায় চেপে বসে পার্থ করনের,ব্যস শুরু হয় হার না মানা লড়াই। পরপর চার বছর আইএএস, আইপিএস হওয়ার চেষ্টা চালিয়েও ব্যার্থ হন তিনি। কিন্তু হাল ছাড়েননি পার্থ। এরপর, ইউপিএসসি র জিও সায়েন্টিস্ট পরীক্ষার জন্য শুরু হয় প্রস্তুতি। প্রথমবার ২০২২ সালে সেখানেও ব্যর্থতা আসে।  শেষ পর্যন্ত ইউ পি এস সি ২০২৩ এর পরীক্ষায় আসে   সাফল্য।  বাংলা মাধ্যমেই  পড়াশোনা করা পার্থর। প্রিলিমস,  মেইন ও ইন্টারভিউ তিন ধাপ ডিঙিয়ে পার্থ করন জানতে পারেন তিনি ওই পরীক্ষায় সারা দেশের সপ্তম স্থানাধিকারী। সেই পার্থকে শুভেচ্ছা জানাতেই হাজির হন সারেঙ্গা মহাত্মাজী  স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক থেকে পরিচালন কমিটির সদস্যরা। স্কুলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় এবং আগামী দিনে পার্থর আরো সাফল্য কামনা করা হয়।  পাশাপাশি তাকে সম্বর্ধনা জানানো হয় রাইপুরের  সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে। ফুলের তোড়া উত্তরীয় এবং স্মারক তুলে দেওয়া হয় এই কৃতি যুবকের হাতে। অন্যদিকে বাম শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে পার্থর বাড়িতে হাজির হন সংগঠনের সদস্যরা, আগামী দিনে তার আরো উজ্বল ভবিষ্যতেরম প্রার্থনা করেন তারা। বাঁকুড়ার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার বাসিন্দা এবং ইউ পি এস সি পরীক্ষাতে সপ্তম স্থান অধিকারী  পার্থ করণকে  শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্ম্মূ  এবং  বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *