গুলশান বিতর্কে মুখ খুললেন মনোজ তিওয়ারি।
হাওড়াঃ- টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সিট কিনতে পাঠানো হয়েছিল বলে কয়েকদিন আগে প্রচারে এসে মন্তব্য করেছিলেন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক। গত রবিবার পাঁচলার গঙ্গাধরপুরের সভায় বিধায়কের সেই বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আজ রবিবার সকালে হাওড়ায় এক রক্তদান শিবিরে এসে এই নিয়ে মুখ খোলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক। আমি অবশ্যই পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের সঙ্গে কথা বলব। জিনিসটা কি হয়েছে জানব। আমি বাঁকুড়ায় প্রচারে গিয়েছিলাম। গতকাল রাতেই ফিরেছি। আজ সকালে হাওড়ায় শিবপুর বিধানসভা কেন্দ্রের বর্তমানে ২৫ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে এসেছি। আমার কাছেও গুলশান মল্লিকের ওই মন্তব্যের একটি ক্লিপিং মোবাইলে আসে। সেটি আমি দেখেছি। তবে আমি বলব যে ঘটনার অবশ্যই তদন্ত হওয়া উচিত। গুলশান মল্লিক আমাদের দলের একজন সিনিয়র লিডার। দীর্ঘদিনের বিধায়ক। তাই উনি যখন এমন অভিযোগ করেছেন আমার মনে হয় দলের উচিত গোটা বিষয়টি তদন্ত করে দেখা।